বিশেষ প্রতিনিধিঃকক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে রয়েছেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাই ও ৮ স্বজন ।সূত্র জানায় আত্মসমর্পন করেছেন বদির ভাই আবদুশ শুকুর, আমিনুর রহমান, মো. ফয়সাল রহমান ও শফিকুল ইসলাম, ভাগিনা সাহেদ রহমান নিপু, ফুফাতো ভাই কামরুল হাসান রাসেল, খালাতো ভাই মংমং সেন ও বেয়াই শাহেদ কামাল।
সূত্র জানায় শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।
এছাড়া উল্লেখযোগ্য ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আত্মসমর্পণ করেছেন-টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে দিদার মিয়া ও পৌর কাউন্সিলর নুরুল বশর প্রকাশ নুরশাদ, পশ্চিম লেদার নুরুল হুদা মেম্বার, ইউপি মেম্বার জামাল হোসেন, শামসুল আলম। কক্সবাজারের আলোচিত ইয়াবা ডন শাহজাহান আনসারিও আত্মসমর্পণ করেছেন।ছবি ফাইল ফটো
Discussion about this post