বিশেষ প্রতিনিধিঃকক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে রয়েছেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাই ও ৮ স্বজন ।সূত্র জানায় আত্মসমর্পন করেছেন বদির ভাই আবদুশ শুকুর, আমিনুর রহমান, মো. ফয়সাল রহমান ও শফিকুল ইসলাম, ভাগিনা সাহেদ রহমান নিপু, ফুফাতো ভাই কামরুল হাসান রাসেল, খালাতো ভাই মংমং সেন ও বেয়াই শাহেদ কামাল।
সূত্র জানায় শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।
এছাড়া উল্লেখযোগ্য ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আত্মসমর্পণ করেছেন-টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে দিদার মিয়া ও পৌর কাউন্সিলর নুরুল বশর প্রকাশ নুরশাদ, পশ্চিম লেদার নুরুল হুদা মেম্বার, ইউপি মেম্বার জামাল হোসেন, শামসুল আলম। কক্সবাজারের আলোচিত ইয়াবা ডন শাহজাহান আনসারিও আত্মসমর্পণ করেছেন।ছবি ফাইল ফটো