বিশেষ প্রতিবেদকঃবিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক প্রবীন আইনজীবী নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, অসংগঠিত, নির্দোষ, সরলপ্রাণ গ্যাস বিদ্যুৎ গ্রাহকদের পাশে থেকে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন সে জন্য লক্ষ লক্ষ গ্যাস বিদ্যুৎ গ্রাহক চিরকৃতজ্ঞ।
দ্রব্যমূল্য, রাজধানীতে ভয়াবহ যানজট, সমাজ ও রাষ্ট্রের অনচার ও অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন বাঙলার এক বিদ্রোহী কণ্ঠ। ভারতের আন্না হাজারার মত বাংলাদেশেরও মেহনতী মানুষের কাছে তিনি অন্য এক আন্না হাজারা। মোটকথা জাতি এক খাঁটি দেশপ্রেমিক চিরসংগ্রামী ব্যক্তিকে হারালো। মাটি ও মানুষের জন্য তার অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Discussion about this post