চট্টগ্রাম ফটিকছড়িতে জমঈয়তুল আশেকানে আবেদীয়ার ব্যবস্থাপনায় ছাদেকনগর দরবার শরীফের প্রবর্তক, আশেকে রাসূল (সা:) হযরত শাহছুফী সৈয়দ মোহাম্মদ আবেদ মুনছুর শাহ্ (রহ:), প্রকাশ শাহ্ ছাহেব কেবলার ২য় তম বার্ষিক ওরশ শরীফ বৃহস্পতিবার (৩০ জুলাই) যথাযোগ্য মর্যাদায় ছাদেকনগর দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফ উপলক্ষ্যে দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম পালন করা হয়। এতে সকালে রওজা পাকে গিলাফ চড়ানো, বাদে আসর খতমে কোরআন, গেয়ারভী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, বাদে দুপুর বাবাজানের জীবনী শীর্ষক আলোচনা সহ রাতব্যাপী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post