জনতার কলাম-কমান্ডার এম এম লালমিয়াঃ আমরা ৫ তালা বাড়ী করতে চাইনা, আমরা এসি গাড়ী কিনতে চাইনা আমরা শুধু ছেলে মেয়ে ও পিতা মাতার মুখে ডাল ভাত তুলে দেওয়ার মতো বেতন চাই!!!
প্রতিটি মানুষ চাকুরী করেন তার সংসার চালানোর জন্য ছেলে মেয়েকে লেখা পড়া করিয়ে মানুষের মতো মানুষ করার জন্য, পিতা মাতার কষ্ট দূর করার জন্য।
একজন মানুষ সংসার চালানোর জন্য কি না করে…. চাকুরী, ব্যাবসা, চুরী, ডাকাতি, ছিনতাই এমনি মার্ডার পর্যন্ত করতে দ্বীধাবোধ করেনা সংসারের জন্য।
আর এ সবকিছুই অন্যয় কাজ করে তাহারা সংসার চালানোর জন্য।
দেশের মানবাধিকার আইন ও শ্রম আইনও সে জন্যই নির্ধারন করে দেয় একজন শ্রমিকের বেতন।
একজন শ্রমিক চাকুরী করে বেতন দিয়ে যেন তার সংসার চালাতে পারে!!!
একজন গ্রামপুলিশ সরকারী পোশাক করে ডিউটি করে, এমনকি তার ডিউটি অন্যান্য চাকুরীজীবীদের মতো ৮ ঘন্টা নয় বরং বাহিনীর ন্যায় ২৪ ঘন্টাই বলা চলে, দিন নয় রাত্রি নয় যে কোন সময় পুলিশ ফোন দিলেই তার সাথে ডিউটিতে যেতে হয় ।
কিন্তু বেতনের বেলায় সে কোন শ্রেনীতেই পড়েনা, তাহলে গ্রামপুলিশ বাহিনীর বেতন কোন শ্রম আইন নির্ধারন করলো। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে প্রতিটি যায়গায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেছে। যেখানেই অনিয়ম দূর্নিতি আর অবহেলা সেখানেই সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিচার।
আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী সত্য ও ন্যায়ের প্রতিক ।
ফেজবুক মিডিয়ার মাধ্যমে কত দাবীইতো প্রধানমন্ত্রী আমলে নিয়েছে।
আমরা কিছুই চাইনা আমরা শুধু চাই ছেলে মেয়ে ও পিতা মাতা নিয়ে বাঁচতে।
জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
কমান্ডার এম এম লালমিয়া।