৭১ বাংলাদেশঃস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিরোধী দলকে লাল কার্ড দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশ্বকাপে মেসি-রোনালদো পেনাল্টি মিস করতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না। আমরা পেনাল্টি মিস করার দল নই।
মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেমিনার কক্ষে এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।
আওয়ামীলীগের এ মুখপাত্র বলেন, আমরা ভুল করতে পারি। কিন্তু জাতি কোনো দিনও ভুল করতে পারে না। আমরা সরকারে আছি ভুল করতেই পারি। ভুল সংশোধন করি। কিন্তু একবার যদি বাঙালিরা ভুল করে, ওদের যদি হাতে ক্ষমতা চলে যায়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। ওরা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আবার তারা ক্ষমতায় ফিরে আসতে চায়।
শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
Discussion about this post