আমার চোখে দেখা এক কলম সৈনিক
কবিঃপুনম শাহরীয়ার ঋতু,
আমি মুক্তিযোদ্ধ দেখিনি
তবে এক কলম যোদ্ধ দেখেছি
আমি মুক্তিসেনা দেখিনি
কিন্তুু আমি এক কলম সৈনিক কে দেখেছি
৭১ বাংলাদেশ পএিকার
সেই কর্ণধার
এক সত্যের মোখুমুখি যোদ্ধা
সাংবাদিক শেখ সেলিম
আমি বঙ্গবন্ধু কে দেখিনি
আমি দেখেছি বঙ্গবন্ধুর আদর্শ
নিতি আর দেশ প্রেমিক
সেই এক কলম যোদ্ধা
সাংবাদিক শেখ সেলিম
মহানুভব আর হৃদয় বিস্থার
অটাল ভালোবাসা মূখর
সেই কলম সৈনিক
৭১ বাংলাদেশ পএিকার জন্মদাতা
সাংবাদিক শেখ সেলিম।
ছবি সাংবাদিক শেখ সেলিম এর