নেতাকর্মীদের কাছে প্রাণপ্রিয় নেত্রী’র ৪টি অনুরোধ….
(১)
পরপর দুই বার ক্ষমতায় এসেছি বলে হয়তো অনেকেই মনে করছেন, আবার ক্ষমতায় আসবো। কিন্তু এই ভাবনা ভুল। আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি, এই দেশকে নিয়ে আবার খেলার চেষ্টা হচ্ছে। যে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসে এদেশের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল, তারা আবারও চক্রান্ত করছে। কিন্তু আমি তা হতে দিতে পারি না। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করবো বলেই হাজারো ঝুঁকি নিয়ে দেশে ফিরে দলের হাল ধরেছি। নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করেও দলকে সংগঠিত করেছি। তাই কারও চক্রান্ত সফল হতে দেবো না। দেশ ও জনগণকে নিয়ে খেলতে দেবো না। আমি সবাইকে অনুরোধ করবো, ঐক্যবদ্ধ থাকবেন।
(২)
আমি সবাইকে অনুরোধ করবো, ঐক্যবদ্ধ থাকবেন। যদি তা না করেন, তাহলে অনেক কিছুই ঘটতে পারে। আমাকে আর পাবেন না। মনে রাখবেন নেত্রীকে বেটে খাওয়ালেও জয় আসবে না। জয়ের জন্য নেত্রীর লাগবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। এটাই হলো বাস্তব কথা।
(৩)
সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ও আস্থা আনতে হবে। আর নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নতিটা হয়, এটা দেশের মানুষকে বোঝাতে হবে।
(৪)
আপনাদের কাছে আমার দাবি, আমি এই পর্যন্ত আপনাদের কাছে কিছু চাইনি। যতটুকু পেরেছি, দিয়েছি। আমার জীবনটাকে উৎসর্গ করেছি এদেশের জন্য, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। দলের নেতাকর্মী আমার কাছে এসে বিমুখ হয়ে যাননি। যাদের যেভাবে পেরেছি, সহযোগিতা করেছি। কিন্তু আজ আপনাদের কাছে আমার চাওয়ার আছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এক হয়ে দলকে আবারও বিজয়ী করবেন।
Discussion about this post