প্রধানমন্ত্রী শেখ হাসিনা=কিছু দিন আগে আমি সকল নেতা কর্মিদের ডেকে মিনতি করে বলছিলাম, আওয়ামীলীগ তথা দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।
তিন দিন আগের কথা ভুলে গিয়ে কিছু আওয়ামী নামধারী কুলাঙ্গার আমাকে ক্ষতবিক্ষ করে দিলো।
সকল তথ্য আমার কাছে আছে খন্দকার মোস্তাকরা, আমার বাবার মত অন্ধ বিশ্বাস আমি তোমাদের করবো না।
আমার বাবা বিশ্বাস করেছিলো বলে স্ব পরিবারে প্রান দিয়ে তার মূল্য দিতে হয়েছিল।
অনেক দেখেছি আর নয় কেন্দ্রীয় নেতা হন আর জেলার নেতা , কাউকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক না কেন। মুখে নৌকা অন্তরে বিষ, মুখে মুজিব আদর্শ আর মনের ভিতরে নিজের স্বার্থ। আমি রাত দিন পরিশ্রম করে দেশের মানুষের কল্যানে দেশের উন্নয়নের জন্য কাজ করি আর আপনারা কি করেন তার হিসাব আমাকে দিতে হবে ।