৭১ বাংলাদেশ প্রতিবেদকঃআগামী ২০ বৈশাখ ৩ মে হযরত আমিরুল আউলিয়া আমিরুজ্জমান শাহ (কঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারীর কেন্দ্রীয় কমিটির পক্ষে সোমবার সকাল ১০টায় সকল জেলা থানা এবং শাখা কমিটির উপস্থিতিতে চট্টগ্রাম মহানগরীর জিইসি হোটেল জামান কনভেনশন সেন্টারে বার্ষিক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে রাসুল (সাঃ) মুরশিদে কামেল হাদ্বিয়ে দীনে মিল্লাত পীরে তরিকত হযরতুলহাজ্জ্ব মাওলানা শাহসূফী সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ (মাঃ জিঃ আঃ) পীর সাহেব আমির ভান্ডার দরবার শরীফ। এতে আরও উপস্থিত ছিলেন, আওলাদে রাসুল সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ বাবাজান কেবলার একমাত্র শাহজাদা মুনাওয়ার মিজবাহ (সানজিদ) শাহ আল আমির ভান্ডারী।
সভা ও সেমিনার পরিচালনা করেন মৌলভী রিয়াজ আহমদ প্রকাশ রাজু আমিরী। আগামী ৩ মে ওরশ শরীফ সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সেমিনারে সকল ভক্ত আশেকানদের প্রতি আহবান জানান সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ (মাঃ জিঃ আঃ) পীর সাহেব আমির ভান্ডার দরবার শরীফ ।