৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ২৩ই অক্টোবর (৮ই কার্ত্তিক) হযরত আমিরুল আউলিয়া সৈয়দ আমিরুজ্জমান শাহ (কঃ)’র আদরের নাতি, শাহজাদা-এ সোলায়মান শাহ-আরেফে হক্কানী-মুর্শিদে বরহক-হযরত শাহছুফি সৈয়দ -ইলিয়াছ শাহ (ক)’র ৩০ তম বার্ষিক ওরশ শরিফ মহা সমারোহে আমির ভান্ডার শরিফের সোলায়মান মঞ্জিলে অনুষ্টিত হয় এতে বাদে যোহর খতমে কোরআন, বাদে আছর খতমে গাউছিয়া খতমে খাজেগান খতমে কোরআন, বাদে মাগরিব নাতে মোস্তফা (সঃ) বাদে এশা সংক্ষিপ্ত আলোচনা মিলাদ মাহফিল,আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ, রাত ব্যাপি কাওয়ালি ও ছেমা মাহফিল শেষে ফযরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সম্পূর্ণ হয়।