বিশ্ব মা দিবস ২০১৮ উপলক্ষে দেশচিন্তার আয়োজনে ১৩ মে বিকেল ৪ ঘটিকায় আলোকিত মা সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান “হোটেল ফেভার ইন ইন্টারন্যাশনাল” এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে নাট্যজন ও প্রাবন্ধিক সজল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কার্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল ফেভার ইন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন শফিউল আলম, ফুলকলি ফুড প্রোডাক্ট লিঃ জেনারেল ম্যানেজার এম.এ সবুর, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, কমান্ডার ফজল আহমদ, আলি আহম্মেদ শাহীন, কবি দিপালী ভট্টাচার্য।
দিলরুবা খানমের ও চেশচিন্তার সম্পাদক এম ইমরান সোহেলের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচজন আলোকিত মা হলেন আলহাজ্ব মরিয়ম খাতুন, ফাতেমা নাসরিন, মরনোত্তর সম্মানা মরহুমা ছকিনা বেগম, কবি মেহেরুন নেসা রশিদ, মিসেস জেসমিন আরা বেগম। অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন কবি আখতারি ইসলাম, কবি ফারুক হাসান, নারী আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা, কামরুল ইসলাম, রফিক আহমদ, আজম খান, মোহাম্মদ সায়েম উদ্দিন, আশিকুর রহমান,কবি করুণা আচার্য্য, জান্নাতুল ফেরদৌস সোনিয়া। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিদেও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, মায়ের শত কষ্টে শ্রমের ফসল বিধায় আমরা আজ সমাজে বসবাস করতেছি। যার আদর যতেœ বেড়ে উঠে আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় এবং মধুরতম শব্দটি ‘মা’। মা শুধু প্রিয় শব্দই নয়, প্রিয় বচন, প্রিয় অনুভূতি, প্রিয় ব্যক্তি, প্রিয় দেখাশুনা, প্রিয় রান্না এবং প্রিয় আদর। যতগুলো প্রিয় আছে তার সব প্রিয়ই শুধুমাত্র মাকে কেন্দ্র করেই। পৃথিবীর ইতিহাসে সন্তানের জন্মদাত্রী হিসেবে প্রাকৃতিকভাবেই মায়ের এই অবস্থান। মানব সমাজে যেমন মায়ের অবস্থান রয়েছে। ভালবাসার ছোঁয়ায় একবার মা-কে জড়িয়ে ধরে শুধু বলো ‘মা আমি তোমায় ভালবাসি, একটু মাথায় হাত বুলিয়ে দেবে? সারা রাত ঘুম হয়নি।’,