এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট জেলার মোল্লাহাট থানার কোদালিয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে জাহিদ মোল্লার বসত বাড়িতে গভীর রাতে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেলেও অলৌকিক ভাবে অক্ষত রইলো পবিত্র আল কুরঅান শরিফ।আল্লাহর পবিত্র আল কোরআন শরীফ এ আগুন লাগেনি।ঘরসহ আসবাবপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে,তবে কোন মানুষের ক্ষয়ক্ষতি ও হয়নি।