ছোট্ট একটি দোকান আমার
আমি সেই দোকানে মালিক
লকডাউন আর শাটারডাউনে
মাথায় আমার বারি।
বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা
বউ ছেলে মেয়ে
কষ্টে তাদের মন
ছোট্ট ছোট্ট চাওয়া তাদের
দাবী সারাক্ষণ।
বৃদ্ধ বাবা,বৃদ্ধ মা
ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে
চোখের পানি ফেলে।
আল্লাহ তুমি রাহিম, রব-রহমান
সব কিছুরী মালিক
অভাব, আপদ-বিপদ, মহামারী
দূর করে দাও আল্লাহ!
সুস্থ রাখ বিশ্ববাসী
আমিন।
লেখার স্থান-কাটাবন,শাহাবাগ,ঢাকা।
কবিতা লেখক তাজ উদ্দিন
Discussion about this post