আসকার দিঘীর পাড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও গীতা প্রদান করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ। সোমবার, বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে সেখানে এক মর্মাহত দৃশ্যের অবতারণা হয়। ক্ষতিগ্রস্তরা বাগীশিক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পেয়ে লোকনাথ ধামের কমিটিরা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বর্ণনা করেন। এসময় বাগীশিক কেন্দ্রীয সংসদের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ ভট্টাচার্য, প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, উপদেষ্টা দিলীপ শীল, সভাপতি দেশপ্রিয় চৌধুরী (বিনয়), সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ আরোও ছিলেন কেন্দ্র হতে প্রকৌ. সুমন সেন, যীশু সেন, সজিব দত্ত ( সৌরভ), সুমন দাশ, অঞ্জন দাশ , রুবেল তালুকদার প্রমুখ।