চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন এর ৬৬তম জন্মদিন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ৬৬তম জন্মদিন উপলক্ষে ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে নগরীর বায়জিদ বোস্তামী থানা এলাকা ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাংলাবাজার ডেবারপাড় জামতলা শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ- হকার্স লীগ, মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে কেক কেটে আ জ ম নাসির উদ্দিনের ৬৬ তম জন্মবার্ষিকী উদযাপন করেন।
উক্ত অনুষ্ঠানে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওতাধীন গ ইউনিটের সভাপতি বাংলাদেশ আওয়ামী চট্টগ্রাম মহানগর ২ নং জালালাবাদ লোকমান হাকিম কুতুবি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহিদ হাসান আল কাদেরী।
উক্ত ৬৬তম জন্মবার্ষিকী বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী হকার্সলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আওয়ামী মৎস্যজীবী লীগ বায়েজিদ থানা কমিটির মোহাম্মদ বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কুদ্দুস বাপ্পি,গ ইউনিট আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল উদ্দিন বাদল, বাংলাবাজার ডেবার পার ভূমি মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শাহাজান মিয়া,
যুবলীগ নেতা লুৎফুর রহমান জুয়েল, মোহাম্মদ জীবন,সেলিম, মুরাদ,রাজু, আবুল বাবুল, ইব্রাহিম, জামাল,সুমন, আলী আকবর,আকবর প্রমুখ।