বিশেষ প্রতিনিধিঃপ্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার বার্ষিক সভা ‘১৯ চট্টগ্রামের বায়েজিদ থানাস্ত ইচ্ছার কার্যালয়ে সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে গত ২০১8-১৯ সালের কর্মকান্ড ও বাস্তবায়িত সকল কর্মসূচীর ভিত্তিতে বাৎসরিক প্রতিবেদন প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে গত ২০১৪-১৯ সাল পর্যন্ত সর্বমোট ১০৪টি কার্মসূচী বাস্তবায়ন করা হয় ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে। প্রতিবেদনে ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্য পরিকল্পনায় বিশেষভাবে শীতবস্ত্র বিতরণ, মাস ব্যাপী সেবা ক্যাম্প পরিচালন, কুইজ ও বিতর্ক অনুষ্ঠান, শুদ্ধ বাংলা ভাষা উচ্চারণ নিয়ে বিশেষ কর্মসূচী করার ঘোষণাও রয়েছে।
সৎ ইচ্ছার জাগরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান ইচ্ছা পরিবার।মহতি এই কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সাইফুল করিম বাবর, সানজিদা নাসরিন রিমা, মহসিন দূর্জয়, ক্লিনটন দাশ, মাহমুদুল হাসান, সারজাত উল্লাহ মুনির, ওয়াহিদ মুরাদ, আশেক উল তিতান, সাজ্জাদ হোসাইন সিয়াম, ফারজানা রশিদ অনিকা জুয়েল মজুমদার, তৌহিদুল ইসলাম রিয়াদ, মিথিলা দেবী, রোকসানা আক্তার, তাপস নাথ, জয় দাশ, রকি দাশ, স্রুতি দে, জয় ধর, তাজুল, ইমন, প্রমুখ।