৭১ বাংলাদেশ প্রতিনিধিঃপাঁচদফা দাবীতে নড়াইলে ইজিবাইক সমিতির সমাবেশ বুধবার (২০ মার্চ ) দুপুরে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইজিবাইক সমিতির সভাপতি মো. লায়েক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মহিলা নেত্রী আঞ্জুমান আরা বেগম, ইসমত আরা প্রমুখ। পরে ইজিবাইক সমিতির সভাপতি লায়েক হোসেন পাঁচদফা দাবী তুলে ধরে বলেন, ‘শহরের মধ্যে ভারী যানচলাচল বন্ধ, বাস যত্রতত্র না রাখা,আঞ্চলিক সড়কগুলোকে চলাচলের সুযোগ, ইজিবাইকের জন্য নির্ধারিত ষ্ট্যান্ড এবং সিন্টিকেট করে ইজিবাইক চলাচলে বাধা দেয়া বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন ইজিবাইক চলাচলে বাধা দেয়া চলবে না ।