মোঃ তাজুল ইসলাম মিয়াজী,ওমান প্রতিনিধিঃজানা যায় কুমিল্লা নাঙ্গলকোটের ওমান প্রবাসী মোঃ মামুন ইসলামের ইমু হ্যাক করে তার পরিবার ও আত্মীয়, বন্ধুদের কাছে এসএমএস দেওয়া হয়, জরুরী ভাবে ২০ হাজার টাকার প্রয়োজন। এবং একটি বিকাশ নাম্বার ও দেওয়া হয় ।
এই বিষয়ে মামুনের সাথে কথা বললে, মামুন জানান সে এ বিষয় কিছু জানেন না, সে মোবাইল রেখে ঘুমিয়ে ছিলো, সে সময় কে বা কারা তার ইমু হ্যাক করে। এবং সবাই কে একি এসএমএস দেওয়া হয়েছে, তাই তাহারা আমি মামুন মনে করে টাকা বিকাশ করে দিয়েছে, পরে আমাকে বাড়ী থেকে কল করলে আমি জানতে পারি বিষয়টা।