ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইনে বিশেষ অবদানের জন্য কর্মকর্তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।
বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শফিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।
Discussion about this post