কবিতাঃমুহাম্মাদী দিন ইসলামে,
তুমি.মজবুত দরওয়াজা
ইয়া খাজা শাহে আলী মুর্তজা।
ইসলামের করুন হাল যখন
এসে আজমীরে মঈন উদ্দিন(রহঃ)
করেছ দিন পূর্ণ তাজা।
তুলনা বিহীন অসীম
গুণ কেরামত দেখাও
মৃত কে জিন্দা করো
মানুষ কে কালেমা পড়াও
আজমীরে মঈন উদ্দিন
৯৩ লাখো মুসলীম বানাও
হে শাহেনশাহ মহারাজা।
ইকবাল চিশতী গরিব
তুমি গরিবে নেওয়াজ
নসিব করো ভিখারী আমি
চাই তোমার রুহানি ফায়াজ
তুলে নিয়ো কিস্তিরি মাঝ
সঙ্গে লয়ে তোমার প্রজা।
ইয়া খাজা শাহ
আজমীরে মঈন উদ্দিন চিশতী(রহঃ)