৭১ বাংলাদেশ প্রতিবেদক ঃদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতেই জঙ্গিবাদের আমদানি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
বুধবার বেলা ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জঙ্গি ও মাদক প্রতিরোধ’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘সারাবিশ্বে জঙ্গিবাদ প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরাও দেশে জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি পালন করছি।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের মূল টার্গেট আপনারা। তাই আপনাদেরকে সচেতন হতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের দলে ভেড়ানো হচ্ছে। তাই সচেতনতাসহ বন্ধু নির্বাচনে আপনাদেরকে সজাগ হতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ইসলাম ধর্মকে বিতর্কিত করতেই জঙ্গিরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পারি তা দূর করতে। ছাত্র-শিক্ষক সবাইকে দেশের স্বার্থে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিম উল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ-এর উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদুল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।