মোঃ ফয়সাল এলাহিঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে ১৪ হাজার ইয়াবাসহ নাজবীন খান মুক্তা (২৩) নামে এক নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ এপ্রিল) ভোর পাঁচটায় শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে মুক্তা বর্তমানে ঢাকার ৩/১ সেগুনবাগিচায় থাকেন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় তা বাতিল হয়ে যায়। নগর পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গ্রীনলাইন পরিবহনের এসি বাসে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সময় নতুন ব্রিজ এলাকায় তল্লাশির সময় মুক্তা ইয়াবাসহ গ্রেফতার হন। তিনি প্রায়ই কক্সবাজার যাওয়া-আসা করতেন। ‘কক্সবাজারে নাহিদ নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন তিনি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’ মুক্তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি প্রণব।
Discussion about this post