চলমান মাদক বিরোধী অভিযানেও থেমে নেই ইয়াবা পাচার। সবসময় টেকনাফ থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুট দিয়ে ইয়াবা পাচার হলেও এখন রুট পরিবর্তন করেছে মাদক ব্যবসায়ীরা। রুট পরিবর্তন করে ইয়াবা পাচারের সময় তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা।
মঙ্গলবার সকাল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থেকে ৭৫০০পিছ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নুরুল আবছার (২৫),ওসমান বিন লাদেন (১৯) ও জিয়াউর রহমান।তারা টেনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে বান্দরবন জেলা হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা দিয়ে চট্টগ্রাম নগরীতে আসতেছিল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার পরিচালক শওকত ইসলাম বলেন, নগরীর প্রবেশদ্বার নতুন ব্রিজ এলাকায় মাদক তল্লাশিতে কড়াকড়ি আরোপ করার কারনে রুট পরিবর্তন করেছে পাচারকারীরা। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী ও রাঙ্গুনিয়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।