রামিম দেওয়ান,নওঁগা ব্যুরো প্রধান:৩ নভেম্বর ২০১৮ বাংলা চলচিত্রের মহারানী প্রিয়দর্শিনী মৌসুমী নিজের জন্মদিনে একঝাঁক বিনোদন সাংবাদিকের উপস্থিতিতে সাংবাদিকতা জগতে প্রবেশ করলেন ঢাকার চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা নায়িকা প্রিয়দর্শিনী খ্যাত তারকা মৌসুমী। ৩ নভেম্বর নিজের জন্মদিনে তিনি নিজেই এই ঘোষণা দেন। তবে মৌসুমী কোন পত্রিকা, টিভি চ্যানেল বা অনলাইন পোর্টালের চাকুরীজীবী সাংবাদিক হননি। তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করে সাংবাদিকতায় নাম লেখালেন। তার এই অনলাইন নিউজ পোর্টালের নাম YesNewsbd.com এতে তার স্বামী জনপ্রিয় তারকা ওমর সানী থাকছেন উপদেষ্টা সম্পাদক হিসেবে। প্রিয়দর্শিনী মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি “আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট” প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশন তার প্রথম পদ যাত্রা।মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। ছবি হিট, কেয়ামত থেকে কেয়ামত সত্যি সত্যি কেয়ামত সৃষ্টি করে সারা বাংলাদেশে ।এবং এই ছায়াছবিটি বাংলার মানুষের হৃদয় জয় নেই।এভাবে বললে ভুল হবে না- এই চলচিত্রটি বাংলার মানুষের হৃদয় কাতায় পরিনিত হয় ।যুবক- যুবতি, মাঝ বয়সি বা বৃদ্ধ সকলের হৃদয়ে পরিপূর্ন স্থান দখল করে।আর মৌসুমীর সালমান সাহ্ এর শেষ দৃশ্যে মৃত্যর দৃশ্য ভিউকার্ডে রুপান্তরিত হয়। ছরিয়ে পড়ে শহর, গ্রাম, পাড়া মহল্লা আর মানুষের হাতে হাতে।বিশেষ করে বলতে হয় মৌসুমির সেই আত্মলোচনা, হৃদয় চুড়মার করা- যুব হৃদয় খুনি খুব মিষ্টি অত্যাচারী হাঁসিতে যে তিনি কত যুবকের হৃদয় নন্দনী হয়ে উঠেন, সাধারন ক্যালকুলেটর ডিজিটে তার হিসেব কষে ফলাফল নির্ণয় করা আর মঙ্গল গ্রহে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা একই কথা। যা হোক এর পর তার ঝুলিতে জমা হতে থাকে অন্তরে অন্তরে , বিশ্বপ্রেমিক, দোলা, গরীবের রানী সহ একাধিক পূর্ন দৈর্ঘ বাংলা ব্যাবসা সফল ছবি। উল্লেখ” দোলা ছায়াছবির মাধ্যমে ওমর ছানী ও মৌসুমীর হৃদয় প্রনয়ে বেঁধে হয়ে যায় জীবন দোলা।গরীবের রানী মৌসুমি বাস্তব জীবনে হয়ে উঠেন ওমর ছানীর জীবনের রানী। তার পর বিয়ে, আর এক সাথে দুই নক্ষতের দীর্ঘ পথ চলা। আর বর্তমানে এই তারকা জুটি দুই সন্তানের জনক-জননী। আর এবার তাদের সফল জীবনের সাথে যোগ হলো আরও একটি নতুন অধ্যায়। YesNewsbd.com নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক হলেন প্রিয়দর্শিনী। আর রানী যেখানে গরীব তো সেখানে থাকবেনই। কারন রানীর চাবুকের আঘাত ও যে গরীবের কাছে অমূল্য উপহার অমর প্রেম।বুঝলেন না তো, আমি বাংলা চলচিত্রের আরেক নক্ষত্র জনপ্রিয় নাকয় ওমর ছানীর কথা বলছি। হ্যাঁ প্রিয়দর্শিনী জীবন সাথী বাংলা চলচিত্রেল সফল নায়ক ওমর ছানী, তিনি YesNewsbd.com এ উপদেষ্টা হিসেবে আছেন, প্রানপ্রিয় স্ত্রী মৌসুমীর সাথেই। ৩ নভেম্বর রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত নিজের রেস্টুরেন্ট মেরি মন্টানায় এক আনন্দঘনো অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমী তার পূর্ব ঘোষিত সারপ্রাইজ হিসেবে নিজের সাংবাদিকতায় আসার ঘোষণা দেন।তবে সম্পাদক ও প্রকাশক হিসেবে। আর এতে করে তার এবারের জন্মদিনটি দারুন ভাবে স্মরণীয় আর আলোকিত করে রাখলেন তিনি। না” এখানে শুরু নয়, শুরুটা তার ১০ বছর আগে ”প্রিয়জন “ নামে একটি সংখ্যা তিনি প্রকাশ করার মাধ্যমে।এবং সেখান থেকেই সম্পাদনার এই ভাবনাটি মাথায় আসে এবং পর্যায় ক্রমে বড় পরিসরে আসবেন বলে তিনি জানান।এর সাথে একটি ইউটিউব চ্যানল খুলেছেন বলে জানা যায়। যেখানে নিজেদের সাক্ষাৎকার নিজেদের প্রযোজিত নাটক ,ওয়েব সিরিজ ও সিনেমা থাকবে বলে তিনি ইচ্ছা প্রকাশ করেন।শুধু তাই নয় কবিতা ও গান লিখাতেও বিশেষ পারদর্শি প্রিয়দর্শিনী। এবংবিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় তিন-চার শত শব্দের কলাম লিখার অভিজ্ঞতাও আছে প্রিয়দর্শিনিী মৌসুমীর। আর তার ভক্তদের জন্য সুখবর হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছায়াছবিতে একটি সিনেমার গানও লিখেছেন মৌসুমি, বর্তমানে চলচিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Discussion about this post