চট্টগ্রাম নগরীতে চালানো বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রুপ লাল সুমন বাহিনীর ৫ জন সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ৪টি মোবাইল ও গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১১ দিকে কোতোয়ালী থানার রেলস্টেশন রোডস্থ হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
গ্রেফতার হলেন— কিশোরগঞ্জের নিকলী থানার গুড়ই এলাকার মো. মাসুমের ছেলে মো. সুমন, কুমিল্লা দেবীদ্দার এগারগ্রামের মৃত বাবুলের ছেলে মো. রাসেল, একই জেলার মুরাদনগর যাত্রাপুরের আবদুল মোতালেবের ছেলে মো. শরিফ, বোয়ালখালীর বিমল দত্তের ছেলে তপন দত্ত ও কক্সবাজারের কুতুবদিয়া লেমশিখালীর আতাউর রহমানের ছেলে রেজাউর রহমান।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নূরুল আবছার জানান , কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে নগরের রেলস্টেশন রোডস্থ হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে অপেক্ষা করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঈদে ঘরমুখী মানুষদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই করে থাকার কথা স্বীকার করেছে । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post