মোঃ ফয়সাল এলাহীঃ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনার নেতৃত্বে নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আগ্রাবাদ এক্সেস রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে পুনরায় পুলিশ লাইন্সে এসে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঁঞা, সহকারী পুলিশ সুপার (সদর) মফিজুর রহমান পলাশ, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. নুরুল আফসার ভূইয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স ও মিনিস্ট্রিয়াল স্টাফগণ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।