বিশেষ প্রতিনিধিঃপ্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, উন্নয়নের জন্য আমরা খরচ করবো। কিন্তু সব হিসাব রাখতে হবে, নিয়ম-কানুন মেনেই সব কাজ করতে হবে। কারণ যে অর্থ ব্যয় হবে তা জনগণের অর্থ। প্রধানমন্ত্রী চান এমন কাজে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে পরিকল্পনা মন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় চার নেতাসহ যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, আমি যে রাজনৈতিক মতাদর্শের হই না কেন, বাঙালি হলে তাদের ক্ষণে ক্ষণে মনে রাখতে হবে। আমি রাজশাহীর মাটিতে পা দিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানকে সম্মান জানিয়েছি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের ভালো সময় এসেছে। আমাদের কাজ করতে হবে। আমরা চাই আরো বেশি কাজ। এজন্য সবাইকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হবে, পেছনে থেকে শক্তি জোগাতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী শহীদ কামারুজ্জামানকে নিয়ে স্মৃতিচারণ করে আগামীতেও রাজশাহীর উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।