কলম দিয়ে করে চুরি
হিসাবে নয় ছয়,
ব্যবহারে যায়না বুজা
অন্তর অন্ধ্যময়।
এদের কথায় ছলছে দেশ
মানেতে আপসোস
রুখতে তাঁদের কোন জনের
নেইযে কোন সাহস।
নয় ছয় আর চুরি চামারি
উন্নয়নের বাঁধা,
এই সব কিছু বন্ধ হলে
এ দেশ হবে সাদা।
সময় থাকতে ছাড় সবে
কাল চক্রের দাবা,
স্রষ্টার প্রিয় হতে হলে
করো মানব সেবা। লেখক কবি আব্দুল কুদ্দুস