অন্তর আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মেরী গোল্ড মাধ্যমিক স্কুলের উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রজাকপুর খলিফা পাড়া স্কুল মাঠে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মোত্তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক সরাফুল ইসলাম, সহকারি শিক্ষক বিনয় পাল, বিলকিস বেগম, সমাজসেবী আতিকুর রহমান আতিক, স্কুলের প্রাক্তন ছাত্র শামীনুর রহমান শামীমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ, নওগাঁয় ১৯৭৮সালে সর্বপ্রথম মেরীগোল্ড টিউটোরিয়ালস্ কিন্ডার গার্ডেন নামে স্কুলটির যাত্রা শুরু হয়। এরপর সরকারী বিধি মোতাবেক ২০০১ সালে ৬ষ্ট থেকে ৮ম শ্রেনীর মেরিগোল্ড নি¤ঃ মাধ্যমিক স্কুল নামে একাডেমিক স্বীকৃতি লাভ করে। এরপর হঠাৎ করে দিন দিন স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা কমতে শুরু করে। স্কুলের বিল বেতন না হওয়ায় শিক্ষকরাও অন্যত্রে চলে গেলে স্কুলটির পাঠদান ব্যহত হয়। এবং একসময় সম্পূর্নভাবে স্কুলটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এমতাবস্থায় বর্তমানে সচেতন এলাকাবাসী ও শিক্ষকরা পুনরায় স্কুলটি চালুর পদক্ষেপ গ্রহন করে। এবং স্কুলটির সকল কার্যক্রম পুনরায় চালুর জন্য নওগাঁ জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান স্কুলটি পরিদর্শন শেষে স্কুলটি পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহন করবেন বলে আশস্ত করেন। সবশেষে তিনি এলাকাবাসী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।