নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী উম্মে মুন কে তিন হাজার ভোটার তালিকা হাতে তুলে দিলেন মহিলা ভোটারা,নওগাঁ সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী উম্মে মুন এর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার বিকাল ৫ টায় দলীয় অফিস থেকে মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জনের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। পরে দলীয় অফিসে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী উম্মে মুন ,গত সাড়ে চার বছর থেকে সদর আসনের প্রতিটি এলাকা ঘুরেছেন। এ সময় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন। আগামীতে নওগাঁ আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশা এলাকাবাসী ব্যাপক সাড়া পেয়ে আগামী উপজেলা নির্বাচনে তিনি শতভাগ মনোনয়নপত্র পাওয়ার আশা ব্যক্ত করেন। এসময় তাকে ভালোবেসে বিভিন্ন এলাকার মহিলারা এসে তাঁকে তিন হাজার,একশো ভোটার তালিকা হাতে তুলে দিয়েছে। এবং তারা বলেন আমরা আপনাকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক রায়হান মন্ডল,জেলা তাঁতী লীগের সদস্য লিয়াকত আলী লিটন,নওগাঁ সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক অন্তর আহম্মেদ সহ দলের বিভিন্ন শ্রেণি পেশার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post