তপু রায়হান রাব্বী:ময়মনসিংহের ফুলপুর উপজেলা সাস্থ্য কমল্পেক্স হাসপাতালে গিয়ে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা নিতে উৎসাহিত করলেন সংসদ সদস্য ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) এর এমপি মোঃ শরীফ আহমেদ ২১শে এপ্রিল রোজ শনিবার বিকাল পৌনে ৫টায়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য যেসব কমিউনিটি ক্লিনিক আছে ওই সব ক্লিনিকে যাতে নিয়মিত সুন্দর সেবা দান করা হয় সে বিষয়ে তিনি নেতাকর্মীদের ও খেয়াল রাখতে বলেন ,এবং তিনি দায়িত্বে নিয়োজিত ডাক্তারদেরকে যথা সময়ে সঠিক সেবা দেওয়ার প্রতি আহ্বান জানান। এ সময় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। হাসপাতাল পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান , ফুলপুর থানার অফিসার ইন-চার্জ একে এম মাহবুব আলম, ওসি তদন্ত রুহুল আমিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, ফুলপুর পৌরসভার কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, হাসপাতাল প্রধান ডা. পরিমল কুমার পালসহ আরও অনেকেই ।
Discussion about this post