এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট জেলার মোংলা উপজেলায় বাগেরহাট-৩ আসনে মনোনয়ন দাখিলের পর এই প্রথম নির্বাচনী এলাকা মোংলায় মিছিল আর জনসভা করেছে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী মাওলানা এ্যাড. আঃ ওয়াদুদু। রোববার বিকাল সাড়ে ৪টায় মোংলা আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রমিক সংঘ মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতিকের প্রার্থী মাওলানা ওয়াদুদ বলেন, খালেদা জিয়াসহ সকল রাজবন্ধিদের মুক্তি,তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আর বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতিকের বিজয় সুনিশ্চিৎ করতে হবে। পেীর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, গনতন্ত্র আজ জেলখানায় বন্ধি। বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তার গনতান্ত্রীক অধিকার নির্বাচন থেকে দুরে রাখা হয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বর গনতন্ত্রকে রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল শ্রেনী পেশার মানুষকে তাদের ভোটধিকার প্রয়োগ করার আহবান জানান তিনি।
বক্তব্য রাখেন,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আঃ হালিম খোকন,মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক কহিনুর সরদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক,কাউন্সিলর মোহাম্মাদ হোসেন,মোঃ ইউনুচসহ বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা।
এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উধ্যিপনা লক্ষ করা যায়। তারা খালেদা জিয়া ও তারেক জিয়ার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করতে থাকে। এসময় নেতারা দলীয় কমীদের ৩০ ডিসেম্বর এই সরকারের পতনের জন্য মাঠে থেকে ভোট কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দেন ।