কবিতাঃতারা এমন হয় কেন
লেখকঃশেখ আশরাফুল ইসলাম
লেখকঃশেখ আশরাফুল ইসলাম
এই বিশ্বে সব চেয়ে বড় চোর কারা?
জানবে কান টা যদি করে রাখো খাড়া।
জানবে কান টা যদি করে রাখো খাড়া।
তারা এমন ভাবে করে চুরি,
তাকালে বোঝা যায় তাদের হয়েছে কিসে ভূড়ি।
তাকালে বোঝা যায় তাদের হয়েছে কিসে ভূড়ি।
তারা এমন ডাকাতের ডাকাত,
জানি নাকো হয় কবূল নামাজ কত রাকাত!
জানি নাকো হয় কবূল নামাজ কত রাকাত!
তারা এমন ভাবে মারে তুরি
তারা বলে এমন ভাবে করতে হয় চুরি।
তারা বলে এমন ভাবে করতে হয় চুরি।
তারা গড়ে টাকার টাকশাল,
আসলেই কি সত্য তারাই টাকাশাল?
আসলেই কি সত্য তারাই টাকাশাল?
তারা আসলে এমন সাধু,
কথাতে মনে হয় তাদের আছে যাদু।
কথাতে মনে হয় তাদের আছে যাদু।
তাদের দেখে করে ভয়,
তাই তো সকলে চুপ রয়।
তাই তো সকলে চুপ রয়।
তাদের আছে ভয়ঙ্কর সংসার,
চারি দিকে এতেই অঙ্গার।
চারি দিকে এতেই অঙ্গার।
তাদের টাকা গাড়ির চাকা,
ধরতে গেলে হয় তারা রক্তে মাখা।
ধরতে গেলে হয় তারা রক্তে মাখা।
Discussion about this post