৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ২৬শে অক্টোবর দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশের সদস্যরা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মোহাম্মদ আব্দুল মজিদ জানান, আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস দুপুরে চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংক চেক জব্দ করা হয়েছে। এ ছাড়াও তার স্ত্রীর নামে ২ কোটি ২০ লাখ টাকা রেলওয়ে এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।