মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধিঃ ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরার উৎসঃ ঃ সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। এ চেতনাকে ধারণ করে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, লুপ্তপ্রায় ভাষাগুলো আপন মহিমায় নিজ নিজ সমপ্রদায়ের মধ্যে উজ্জীবিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতি। ২১ শে ফেব্রম্নয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে প্রথম পহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এমপি গোপাল বলেন, “আসুন দলমতনির্বিশেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি। সবাই মিলে একটি অসামপ্রদায়িক,- ভুখন্ড ,দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। একুশের শহীদদের আত্তাবলিদান বাঙালিকে প্রতিরোধ গড়ে তোলার সাহস জুগিয়েছে। এ সাহসই ছিল ১৯৭১ পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা। আর বাংলাভাষী জনগণের জাতিয় রাষ্ট্র বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই প্রেরণাকে বুকে লালন করতে হবে। এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামিম আলম ফিরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলীসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহান শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, পুলিশ প্রশাসন, বীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সহ আরো অনেকে ।
Discussion about this post