কবিতাঃএকুশ মানে
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
একুশ মানে রক্তে রাঙ্গানো সেই তীর,
জীবন ত্যাগ যারা হয়েছে মহান বীর।
একুশ মানে ভাষার জন্য বর্ণের স্লোগান
প্রাণের বিনিময়ে আনলো যারা সন্মান।
একুশ মানেই রক্তাক্ত রাজপথে স্লোগান
বীর শহীদের রক্তের ধারা প্রবাহমান।
একুশ মানেই রক্তে রঞ্জিত রাজপথ
একুশ মানেই সজ্জিত ভাষার রথ।
একুশ মানেই বাংলার আদর্শ বানি,
ইংলিশ মাঝে নির্ণয় নাহি জানি।