বিশেষ প্রতিনিধিঃবার্ধক্যজনিত নানা রোগীব্যাধি আর বিধির নিয়মে শায়িত হচ্ছেন চিরনিদ্রায়।চলে যাচ্ছেন (দা লাষ্ট ডেস্টিনেশন) পরপারে।
সেনবাগের পুরস্করে বীরমুক্তিযোদ্ধা মীর আহমদের ইন্তেকাল করেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে মরহুমের।সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়াল তার রিপোর্টে জানিয়েছেন, সেনবাগের কাদরা ইউনিয়নের পুরস্কর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাবিলদার মীর আহমদ (৭০) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।তিনি দীর্ঘ ১৪ বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। ২৭ ফেব্রুয়ারি২০১৯, বিকেল ৫ টায় মরহুমের নিজবাড়ীর দরজায় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে জানাযা শেষে পারিবারিক কবরস্হানে তাকে সমাহিত করা হয়েছে।
সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে বীরমুক্তিযোদ্ধা মীর আহমদ কে সেনবাগ থানা পুলিশের এস আই তাপসের সহায়তায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেছেন উপজেলা সমাজসেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদ।
এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আবদুল ওহাব, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের সহ মীর আহমেদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা উপস্হিত ছিলেন।
এছাড়া যানাজায় মরহুমের আত্বীয় স্বজন, এলাকাবাসী সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেছেন ।