বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ওমর ফারুক নামের একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওমর ফারুক উপজেলার ছাতিয়ানী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ওমর ফারুক গত ২১ মে জনৈক ব্যক্তির মেয়েকে অপহরণ করে বলে জানা যায়।
এ ঘটনায় স্কুল ছাত্রীর দাদা সোহরাব হোসেন বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
ধুনট থানার এসআই আইয়ুব আলী জানান, অপহৃত মেয়ের দাদার অভিযোগের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা এলাকা থেকে অপহরণকারীসহ ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।,
Discussion about this post