বিশেষ প্রতিবেদকঃসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার একাউন্ট হ্যাক করে নেয়া এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেয়ার হুমকি ও চাঁদা আদায়ের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- তরিকুর রহমান প্রকাশ মাহিন (১৯) ও একরাম হোসেন প্রকাশ ফায়াজ (১৯)। এরা দুইজনই সাইবার ক্রিমিনাল ও চাঁদাবাজ বলে জানিয়েছে র্যাব -৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামি একজন নারীর ফেইসবুক একাউন্ট হ্যাক করে মেসেঞ্জার থেকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ডাউনলোড করেন। তারপর একটি ফেইক একাউন্ট খুলে সেই একাউন্ট থেকে ছবিগুলো ওই নারী ও তার পরিবারপরিজনকে পাঠিয়ে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেলে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।এ বিষয়টি নজরে আসলে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো করা হয়েছে জানিয়েছেন র্যাবের এএসপি মাহমুদুল হাসান মামুন।
Discussion about this post