কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ থেকে গাজীপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেল কে সাথে নিয়ে একসাথে প্রতিমা বিষর্জন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক (এমপি)। জানা যায়, শারদীয় দূর্গোৎসবের বিজয়াদশমী উপলক্ষে কালিয়াকৈর তুরাগ নদীতে প্রতিমা বিষর্জন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, এসপি শামসুন্নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, এসিল্যান্ড শাহ মোঃ শামসুজ্জোহা, পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান হারিজ খান। মেয়র প্রার্থী রফিরফুল ইসলাম তূষার, আজিবর রহমান প্রমুখ।
Discussion about this post