৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবাগেরহাটে ট্রাকের ধাক্কায় রফিক হাওলাদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার মীরাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।
এ সময় মোটরসাইকেল চালক বাচ্চু শেখ আহত হন। বাচ্চুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রামপাল থানার ওসি লুৎফর রহমান জানান, খুলনা থেকে মাছের পোনা ব্যবসায়ী রফিক মোটরসাইকেলযোগে রামপালে ফিরছিল। পথিমধ্যে মীরাখালী এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় এদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিক মারা যান। গুরুতর আহত অবস্থায় বাচ্চু শেখকে সেখানে ভর্তি করা হয়েছে।,
Discussion about this post