মাহে রমজান
কবি: মোঃআবু বকর সিদ্দীক
প্রভু দিয়েছেন নন্দিত মাস মাহে রমজান।
থাকে বন্দি নিন্দিত ইবলিশ শয়তান।
থাকে সবারই অন্তরে এখলাস একিন।
আগ্রহ জন্মায় মানতে দ্বীন।
রহমত,মাগফিরাত,নাজাত তিন ভাগে বিভক্ত।
থাকে না মুমিন মুসলমানের ঈমান ক্ষত বিক্ষত।
এতো এক মহান আল্লারই রহমত।
সকল কাজেই এই মাসে হয় বরকত।
যদি আমল করে কোনো সন্ত্রাস।
খোদা তাকে করে না নিরাশ।
জতাহ তাই বলি আদম শুমারী হইওনা হতাশ।