আমার বাংলাদেশ (এবি) পার্টি জৈন্তাপুর উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ও ইফতার এবং মাস্ক বিতরণ অনুষ্ঠান হয়।
আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান তিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিস, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী জাহাঙ্গীর আহমদ, যুগ্ম সদস্য সচিব আহমেদ খলিল তাপাদার, জেলা যুব বিভাগ সমন্বয়ক সাহেদ আহমেদ চৌধুরী, সহকারী সদস্য সচিব আম্বিয়া হোসাইন, জেলা আহবায়ক কমিটির সদস্য প্রভাষক ইঞ্জিনিয়ার শামীম আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক আইনুল হক, ও সদস্য সচিব আপ্তাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা মোঃ নাসির উদ্দিন, যুব নেতা মোঃ হেলাল আহমেদ, দরবসত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সেক্রেটারি আব্দুল মতিন, ব্যবসায়ী আফতাব উদ্দিন, সতেরো পরগনার বিশিষ্ট মুরবিব আলহাজ জিয়াউল হক, মোঃ আব্দুল হান্নান, রহিম উদ্দিন, আলহাজ হামিদুল হক, বাজার মসজিদের ইমাম সতেরো পরগনার ঐতিহ্যবাহী প্রাচীন কওমী মাদ্রাসার সাবেক মোহতামিম সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা হাবিবুর রহমান সহ অনেকে।
সভায় আইনুল হককে আহবায়ক, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ, ডাঃ রুপেজ আহমেদ ও কামাল আহমেদ সদস্য সচিব আপ্তাব উদ্দিন, সহকারী সদস্য সচিব মোঃ আবুল কালাম ও মোঃ সুমন আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ সহ ৫৩ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর উপজেলা এবি পার্টি আহবায়ক কমিটি ঘোষণা করেন সিলেট জেলা শাখার আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম সোহেল। পরিশেষে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করেন মাওলানা হাবিবুর রহমান।