মুজিব আমার দিনের সূর্য
রাতের চন্দ্র তারা,
পুষ্প কানন বাংলার মুজিব
বিশ্ব সৌরব শারা।
এমন মুজিব আর হবেনা
করলে ভুবন ক্ষয়,
ইতিহাসের পাতায় পাতায়
বিশ্ব আলোময়।
মুজিব নিয়ে ভাবতে আমার
মন আনন্দে রয়
মাজে মাজে অন্তর কাঁন্নায়
রাত্র গত হয়।
আল্লাহর নেকবান্দা মুজিব আমার
দেশ প্রিয় মন,
দুঃখির সুখে ভাবনা মুজিব
বিশ্ব সের জন। কবি আব্দুল কুদ্দুস ।