মোঃ ফিরোজ হোসাইন জোলা প্রতিনিধি:নওগাঁ ৬ আত্রাই আসনের এমপি ইসরাফিল আলম এর রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ সরকারী কলেজের উদ্যোগে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আত্রাই মোল্লা আজাদ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক দুলু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জেলা পরিষদ সদস্য ফেরদৌসী ইয়ামিন চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সরদার সোয়েব, ফজলে রাব্বী জুয়েলসহ কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুধীজন এ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য,এমপি ইসরাফিল আলম গত কয়েক দিন ধরে হঠাৎ করেই শারীরিক অসুস্থ্যতায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগমুক্তি কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Discussion about this post