রউফুল আলমঃযথাযোগ্য মর্যাদার সহিত সারাদেশের নেয় প্রশাসনসহ নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাগুড়া উপ-কমিটি মহান মে দিবস পালন করেন। বুধবার সকাল ১০টায় মহান দিবস উপলক্ষে র্যালী বের করে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে র্যালীটি পাগলাপীর ডালিয়া সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এতে অংশ নেয় কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম,মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা,উপদেষ্টা আনিছুর রহমান, সভাপতি কবির উদ্দিন, শ্রমিক নেতা ওয়াহেদুল হক, সহিদুল ইসলাম,আনারুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, বাবুল চন্দ্র দেবনাথ। পরে সন্ধা ৮টায় বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাগুড়া উপ-কমিটি ও মাগুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যারা গণসংবর্ধনায় সিক্ত হলেন নীলফামারী-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা বেগম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজ আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর রশীদ, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন (অন্তিক) স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,মাগুড়া উপ-কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্ঠা মোঃ আনিছুর রহমান, মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ইউনুছ আলী। নবনির্বাচিত এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের ক্রেষ্ট প্রদান করেন মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র সদস্য বৃন্দ এবং অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মাগুড়া উপ-কমিটির সদস্য বৃন্দ। অনুষ্ঠান চলাকালিন সময় নবনির্বাচিত এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাতে মানপত্র তুলে দেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান, গীতা পাঠ করেন সুপাল শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন ঝন্টু।
Discussion about this post