৭১ বাংলাদেশ ডেস্কঃএরশাদ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবি এম শাহজাহান আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। প্রয়াত শাহজাহানের শ্যালক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম জাকিরুল হক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ বি এম শাহজাহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর (বিএলএফ) বগুড়া অঞ্চলের কমান্ডার ছিলেন।জাকিরুল বলেন, এ বি এম শাহজাহান দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার প্রথম জানাজা বাদ জোহর রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর লাশ আনা বগুড়ায় নেয়ার কথা।সূত্র জানায় বুধবার বেলা ১১টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে দ্বিতীয় দফা এবং বাদ জোহর তালোড়া পাইলট হাইস্কুল মাঠে তৃতীয় দফা এবং বেলা তিনটায় তালোড়ার বেলঘরিয়া নিজ গ্রামে শেষ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।