টাঙ্গাইল ব্যুরোঃসারাদেশের ন্যায় নাগরপুরে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার ২রা জানুয়ারি ১৯, সকাল ১০টার সময় পরীক্ষা শুরু হয়। নাগরপুর উপজেলায় ৫ টি ভেনুতে মোট ২,৪৪১ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা শুরু হওয়ার পরপরই নাগরপুরের ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ওসি (তদন্ত) হাসান মোস্তফা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন।
এসময় ইউএনও ফয়েজুল ইসলাম বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছি। উপজেলার সবকটি ভেনুতে সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগরপুর সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ান খান উচ্চ বিদ্যালয় ও নাগরপুর কেন্দ্রীয় আলীম মাদ্রাসা সহ মোট ৫ টি কেন্দ্রে খুব সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Discussion about this post