সম্পাদকীয়ঃ সাংবাদিক মোঃশেখ সেলিম প্রিয় মাতৃভূমি চট্রগ্রামের সন্তান, আপনাদেরই সন্তান, জীবনের ঝুকি নিয়ে প্রিয় মাতৃভূমি চট্রগ্রামের সংবাদ প্রকাশিত করে থাকি । মাতৃভূমির প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা থেকেই প্রতিনিয়ত চট্রগ্রামে ঘটে যাওয়া অন্যায়, জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লংঘনের খবরগুলোকে গুরুত্ব দিয়ে,চট্রগ্রামবাসী তথা প্রশাসনের নজরে আনার চেষ্টা করে থাকি । আমার এই ক্ষুদ্র প্রয়াসে যেন অন্তত চট্রগ্রামের সকল মানুষ উপকৃত হয় সেদিকেই মূলত আমার সজাগ দৃষ্টি রাখি।
সম্প্রতি চট্রগ্রামে জুলুম ধর্ষণ হত্যা মাদকসহ সকল প্রকার অপরাধের মাত্রা আশংকাজনকভাবে বেড়ে গেছে। দলীয় কোন্দলে ত্যাগী নেতাকর্মীরা জেল জুলুম মামলা হামলার শিকার হচ্ছেন। সাহস করে কেউ মুখ খুললেই মামলা হামলাসহ নানাভাবে হয়রানি হচ্ছে। এ যেন এক মগের মুল্লোকের রাজত্ব চলছে চট্রগ্রামে।
আমি কখনোই সংবাদ প্রকাশের ক্ষেত্রে আবেগ, রাগ, ক্ষোভ বা কোন ব্যক্তি গোষ্ঠী দ্বারা প্রভাবিত হইনা।
সম্প্রতি লক্ষ্য করেছি দুর্বৃত্তদের সংবাদ প্রচার করলে মুঠো ফোনে অপরাধিরা নিউজ করতে নিষেধ করে ।
প্রিয় মাতৃভূমি চট্রগ্রাম নিয়ে লেখালেখির শুরু থেকেই বিভিন্নমহল থেকে চাপ এসেছে, ভবিষ্যতেও আসবে । আমি জানি ও বিশ্বাস করি, পৃথিবীতে মানুষ বারবার জম্ম নেয়না আবার বারবার মৃত্যুও ঘটেনা। এবং জীবন মৃত্যুর ফয়সালা রাব্বুল আলামিনের হাতে, যতদিন বাচবো দেশ ও নিপীড়িত মানুষের পক্ষেই কথা লিখে যাব ইনশাআল্লাহ ।(ছবিঃসম্পাদক ও সাংবাদিক মোঃশেখ সেলিম এর)
Discussion about this post