ঐতিহাসিক ৭ই মার্চ ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেয়। মূলত এই দিনেই বাংলার মানুষকে স্বাধীনতার ঘোষণা জানিয়ে দেয়া হয়েছিল।
তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন,এই ভাষণ টি ১৮ মিনিট স্থায়ী হয়।
ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
জনগনকে মুক্তির ডাক দেয়া এই ভাষণে উজ্জীবিত হয়ে দেশের সর্বস্তরের মুক্তিকামী মানূষ ঝাপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে।
২০১৭ সালের অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারী হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। তাছাড়া জাপানের বাংলাদেশ দূতাবাস ২০১৯ সালের জুন মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি জাপানি ভাষায় অনুবাদ করেছে। পূর্বে ভাষণটি ইংরেজি ভাষায় অনূদিত হলেও বিদেশি ভাষা হিসেবে জাপানি ভাষায় প্রথম অনূদিত হয়।
দিবসটি ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সরকার ও বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগ।তাছাড়া আওয়ামীলীগ ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন দিনটিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবেন।